সুখের দিন

সুখের দিন

এ রক্তাক্ত ধরার বুকে
আমার আত্মা লুটোয় ধুলোতে।
পাখিরাও ডানা ছেঁটে ফেলে
নিজেকে খুন করে গোপনে।
নীল তিমির গলা কাটা রক্তে
গভীর সমুদ্রও আজ গাঢ় লাল।
চিরকাল তৃষ্ণায় তুলসী কাঁদে
রাতের সবুজ কারাগারে।
অন্ধ সেজে সব মানুষ
গিলে খায় যত সত্যি।
এ ক্ষতবিক্ষত দেশে
আমার ধ্বংস প্রাসাদে,
আমার মৃত্যু দিন হবে
সবচেয়ে সুখের দিন।

✏️ শেষ সম্পাদনাঃ বৃহঃ, 15 জুন 2023 | 📎 লিঙ্ক
এক লেখাটি সম্পর্কে কোনো মতামত আছে 🤔? তাহলে আমাকে ইমেল পাঠান (নীচে দেওয়া আছে) কিংবা টুইটারে বা ফেসবুকে আমাকে @bauripalash মেনশন করে পোস্ট করুন 😺!

আমার লেখাগুলো বা অন্যকোনো কাজ ভালো লাগছে? তাহলে এক কাপ চা খাওয়ান

আরও পড়ুন