দিশাহীন মৃত্যু (কবিতা)

দিশাহীন মৃত্যু

মৃত্যুও আজ বিভ্রান্ত
মৃত মানুষের ভিড়ে
শয়ে শয়ে দেহ ফেলে
অন্ধকূপের অসীমে।

হ্রিংস হায়নার মতো
খুঁজে বেড়ায় রক্ত
মহানগরের পথে পথে
পঁচিত লাশের ভিড়ে।

উন্মাদের হাহাকার
তাজা রক্তের দাগ
গোপনে ইতি টানে
অসমাপ্ত বিদ্রোহের।

✏️ শেষ সম্পাদনাঃ বুধ, 25 জানুয়ারি 2023 | 📎 লিঙ্ক
এক লেখাটি সম্পর্কে কোনো মতামত আছে 🤔? তাহলে আমাকে ইমেল পাঠান (নীচে দেওয়া আছে) কিংবা টুইটারে বা ফেসবুকে আমাকে @bauripalash মেনশন করে পোস্ট করুন 😺!

আমার লেখাগুলো বা অন্যকোনো কাজ ভালো লাগছে? তাহলে এক কাপ চা খাওয়ান