সুখের দিন
বৃহঃ, 15 জুন 2023 | 56টি শব্দ | ১ মিনিট
সুখের দিন
এ রক্তাক্ত ধরার বুকে
আমার আত্মা লুটোয় ধুলোতে।
পাখিরাও ডানা ছেঁটে ফেলে
নিজেকে খুন করে গোপনে।
নীল তিমির গলা কাটা রক্তে
গভীর সমুদ্রও আজ গাঢ় লাল।
চিরকাল তৃষ্ণায় তুলসী কাঁদে
রাতের সবুজ কারাগারে।
অন্ধ সেজে সব মানুষ
গিলে খায় যত সত্যি।
এ ক্ষতবিক্ষত দেশে
আমার ধ্বংস প্রাসাদে,
আমার মৃত্যু দিন হবে
সবচেয়ে সুখের দিন।
✏️ শেষ সম্পাদনাঃ বৃহঃ, 15 জুন 2023 | 📎 লিঙ্ক